10 November 2019

Contact Form Animation Effects HTML & CSS Riad360

02 August 2019

ফ্রীলান্সিং শিখে কোথায় কাজ করব?

ফ্রীলান্সিং শিখে কোথায় কাজ করব

ফ্রিল্যান্সিং শিখে কোথায় কাজ করব ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিছু মার্কেটপ্লেস রয়েছে। আজকের এই আর্টিকেলে আমি সেটা নিয়ে আলোচনা করব।
ফ্রিল্যান্সিং কাজ কথাটি শুনলেই বোঝা যায় অনলাইন থেকে টাকা ইনকাম করা। আর অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বেশ কিছু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস রয়েছে যার মধ্যে অন্যতম freelancer.com, fiverr.com, upwork.com এছাড়াও অনেক মার্কেটপ্লেস রয়েছে। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য মার্কেটপ্লেসে গেলে আপনার একটি একাউন্ট প্রয়োজন অ্যাকাউন্ট টি ফ্রীতে খুলে নিবেন।
বিশ্বের অন্যতম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস freelancer.com এ আপনি সব ধরনের কাজ পাবেন যেমন গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডেভলপমেন্ট, এসইও, ডাটা এন্ট্রি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, থ্রিডি এনিমেশন, মোশন গ্রাফিক্স ইত্যাদি। freelancer.com এ আপনার কাজ পেতে প্রজেক্টে বিট করতে হয়। বিট কি সহজ করে বলতে গেলে কোন ক্লায়েন্ট তার একটি ওয়েবসাইট প্রয়োজন সে freelancer.com এ এসে তার এই কাজটি পোস্ট করেছে এখন একজন ওয়েব ডেভলপার ওই পোস্টে কাজটি করার জন্য কিছু কথা লিখে কমেন্ট করে আরে কমেন্ট টা কে ফ্রিল্যান্সিং এর ভাষায় বিট বলা হয়।
fiver.com  একটি অন্যতম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তবে এখানে freelancer.com এর থেকে কিছুটা আলাদা। তবে freelancer.com যে কাজগুলো পাওয়া যায় fiver.চম এ সেই একই কাজ পাওয়া যায়। তবে এখানে যে ভিন্নতা তা হল freelancer.com এ ক্লাইন্ট এসে কাজ পোস্ট করতো কিন্তু fiber.com একজন ওয়ার্কার সে তার প্রোফাইলে GIG তৈরি করে।

GIG কি?


GIG হল একটি কাজের বিবরণ দেওয়া যেমন আমি একজন ওয়েব ডেভলপার আমি 10 ডলার দিয়ে একটি ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করে দিব আমি এখন fiver.com এ GIG এর মাধ্যমে লিখব যে আমি এই 10 ডলার এর মাধ্যমে ক্লাইন্ট কে কি কি সার্ভিস প্রদান করব এইটাই ফাইবার এর ভাষায় GIG বলা হয়।
ফ্রিল্যান্সিং কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো তে পড়তে হয় তা হল প্রেমেন্ট নিয়ে। এটি বাংলাদেশের জন্য একটু সমস্যা। বাংলাদেশ এ পেপাল বৈধ না। আমরা ফ্রিল্যান্সিং করে আয় করা ডলার সহজেই দেশে আনতে পারি না। সে ক্ষেত্রে আমাদের দুইটি মাধ্যমে নিয়ে আসতে হয় 1 পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে দ্বিতীয়তঃ ব্যাংকের মাধ্যমে এর জন্য আমাদের অনেক সময় প্রেমেন্ট দরকার হলেও সাথে সাথে নিতে পারি না কিছু বাধা থাকে।


31 July 2019

ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব?

ফ্রিল্যান্সিং কথাটি শুনলেই বোঝা যায় অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করা। তবে এখানে অনেকেই প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব। তো আজকের এই আর্টিকেলে এই বিষয়ে কথা বলব।
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব?

ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব?

আপনি পড়াশোনা শেষ করে সাথে সাথে কি চাকরি পান! আপনার অভিজ্ঞতা আপনার কাজের দক্ষতা আপনাকে ভালো একটি চাকরি প্রদান করবে, ঠিক তেমনই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার কাজের দক্ষতা যত বেশি আপনি ততো বেশি ইনকাম করতে পারবেন।

অনলাইন ক্যারিয়ার কাজের অনেক চাহিদা কিন্তু দক্ষ কর্মীর অভাব। নিজেকে আগে দক্ষ করে তুলুন তারপর ইনকামের কথা চিন্তা করুন। আপনি দক্ষ না হয় কোন একটি কাজ করতে গেলে সেখানে আপনার অনেক ভুল হবে। আপনার একটি ভুল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার পথ চলা শেষ করে দেবে। আমি বলব আপনি আগে নিজেকে দক্ষ করেন তারপরে ইনকামের কথা চিন্তা করবেন।

আপনি যদি অনলাইনে একদিন দুইদিন তিনদিন ইনকাম করতে চান তাহলে বলব অনলাইন জগত আপনার জন্য না। এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনার যোগ্যতা কে উচ্চ লেভেলে নিয়ে যেতে হবে। এখানে আপনার সময় দিতে হবে। একটি কথা আপনি যে বিষয়ে সময় দিবেন সফলতা আপনার আসবেই। আর শর্টকাট কথা চিন্তা করলে আপনি কোন দিন সফলতা পাবেন না।

আবার কেউ আপনাকে বলে দিতে পারবে না যে আপনি ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করতে পারবেন।  একজন গ্রাফিক্স ডিজাইনার মাসে 500 600 ডলার ইনকাম করছে। অপরদিকে আর একজন গ্রাফিক্স ডিজাইনার 5000-6000 ডলার ইনকাম করছে। দুজনেই গ্রাফিক্স রিলেটেড সেবা প্রদান করছে। এখানে দুইজনে দক্ষ তবে এত কম বেশি ইনকাম কেন এটা তার কাজের উপর নির্ভর করবে। এখানে সে কিভাবে বায়ার দের সাথে কথা বলে সে কিভাবে প্রজেক্টগুলো ডিল করে এগুলোর উপর নির্ভর করে একজন ফ্রিল্যান্সার ইনকাম করে।

অনেকেই ভাবেন ফ্রিল্যান্সিং করে সর্টকাটে বেশি টাকা ইনকাম করা যায়। তাদেরকে বলব আপনি যদি শর্টকাট কোন উপায় কাজ করতে চান তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। আর আপনি যখন শর্টকাট উপায় খুঁজতে থাকবেন তখন আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বড় ক্ষতি করে ফেলবেন।

সবশেষে এতোটুকুই বলবো নিজের দক্ষতা বৃদ্ধি করুন কাজের কোয়ালিটি ভালো করুন আপনি সফল হবেন একদিন।
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়

30 July 2019

ফ্রিল্যান্সিং কি? কিভাবে করে?

ফ্রিল্যান্সিং কি? কিভাবে করে?

ফ্রিল্যান্সিং কি? কিভাবে করে?
ফ্রিল্যান্সিং শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত কিন্তু আসলেই কি আমরা জানি ফ্রিল্যান্সিং আসলে কি কিভাবে করে আর অনলাইন থেকে টাকা আসে কিভাবে এসব প্রশ্নের উত্তর আজ এই আর্টিকেলে পাবেন।

ফ্রিল্যান্সিং মানে সহজ ভাবে বলতে গেলে অনলাইন থেকে কিছু কাজ করে ইনকাম করার টা কে ফ্রিল্যান্সিং বলে।

ফ্রিল্যান্সিং কিভাবে করে?

অনলাইনে বিভিন্ন প্রকার কাজ পাওয়া যায় যেমন- একজন ব্যক্তির একটি লোগো প্রয়োজন তার কোম্পানির জন্য এক্ষেত্রে সে একজন গ্রাফিক্স ডিজাইনার কে তার ওই লোগো ডিজাইন করতে দিবে এখানে গ্রাফিক ডিজাইনার একজন ফ্রিল্যান্সার। এভাবে অনলাইনে হাজারো রকমের কাজ পাওয়া যায়। তবে স্কিল সম্পূর্ণ কিছু কাজ যা অনলাইন জগত যতদিন থাকবে এই কাজ ততদিন থাকবে আশা করা যায়। যেমন- ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। এ কাজগুলো অনলাইনে খুবই জনপ্রিয় এবং এর মধ্যে যেকোনো একটি স্কিল ডেভেলপ করে যে কেউ একজন সফল ফ্রিল্যান্সার হতে পারে। এখানে প্রশ্ন হতে পারে এসব কাজ কোথায় পাওয়া যাবে এর জন্য জনপ্রিয় কিছু মার্কেটপ্লেস রয়েছে যেমন upwork.com, fiverr.com, freelancer.com ect.
ফ্রিল্যান্সিং করে একজন স্টুডেন্ট সহজে সাকসেস হতে পারে। শুধু স্টুডেন্ট না যে কেউ চাইলেই যেকোনো একটি কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারে।
কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখবো?
একটা কথা না বললেই নয় টেকনোলজির এই যুগে আমরা অনেক সহজে ফ্রিল্যান্সিং শিখতে পারি। আপনি যে স্কিলটি শিখতে চান google.com গিয়ে সার্চ দেন আপনি যে বিষয় শিখতে চান না কেন গুগল আপনাকে তা শিখতে সাহায্য করবে। এছাড়া আপনি youtube.com থেকে শিখতে পারেন ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে।
ফ্রিল্যান্সিং করে আপনি ঘরে বসে নিজের একটি সাসটেইনেবল ক্যারিয়ার তৈরি করতে পারেন বেছে নিন আপনার ফোন যে কোন একটি স্কিল। আপনি যে বিষয়টি ভাল লাগে সেট এর উপর অনলাইন রিচার্জ করুন আপনি যেটা খুঁজবেন না কেন অনলাইনে আপনি পেয়ে যাবেন তো শুরু করুন আপনার লাইফে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
ফ্রিল্যান্সিং কি? কিভাবে করে?