ফ্রীলান্সিং শিখে কোথায় কাজ করব
ফ্রিল্যান্সিং শিখে কোথায় কাজ করব ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিছু মার্কেটপ্লেস রয়েছে। আজকের এই আর্টিকেলে আমি সেটা নিয়ে আলোচনা করব।
ফ্রিল্যান্সিং কাজ কথাটি শুনলেই বোঝা যায় অনলাইন থেকে টাকা ইনকাম করা। আর অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বেশ কিছু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস রয়েছে যার মধ্যে অন্যতম freelancer.com, fiverr.com, upwork.com এছাড়াও অনেক মার্কেটপ্লেস রয়েছে। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য মার্কেটপ্লেসে গেলে আপনার একটি একাউন্ট প্রয়োজন অ্যাকাউন্ট টি ফ্রীতে খুলে নিবেন।
বিশ্বের অন্যতম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস freelancer.com এ আপনি সব ধরনের কাজ পাবেন যেমন গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডেভলপমেন্ট, এসইও, ডাটা এন্ট্রি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, থ্রিডি এনিমেশন, মোশন গ্রাফিক্স ইত্যাদি। freelancer.com এ আপনার কাজ পেতে প্রজেক্টে বিট করতে হয়। বিট কি সহজ করে বলতে গেলে কোন ক্লায়েন্ট তার একটি ওয়েবসাইট প্রয়োজন সে freelancer.com এ এসে তার এই কাজটি পোস্ট করেছে এখন একজন ওয়েব ডেভলপার ওই পোস্টে কাজটি করার জন্য কিছু কথা লিখে কমেন্ট করে আরে কমেন্ট টা কে ফ্রিল্যান্সিং এর ভাষায় বিট বলা হয়।
fiver.com একটি অন্যতম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তবে এখানে freelancer.com এর থেকে কিছুটা আলাদা। তবে freelancer.com যে কাজগুলো পাওয়া যায় fiver.চম এ সেই একই কাজ পাওয়া যায়। তবে এখানে যে ভিন্নতা তা হল freelancer.com এ ক্লাইন্ট এসে কাজ পোস্ট করতো কিন্তু fiber.com একজন ওয়ার্কার সে তার প্রোফাইলে GIG তৈরি করে।
GIG কি?
GIG হল একটি কাজের বিবরণ দেওয়া যেমন আমি একজন ওয়েব ডেভলপার আমি 10 ডলার দিয়ে একটি ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করে দিব আমি এখন fiver.com এ GIG এর মাধ্যমে লিখব যে আমি এই 10 ডলার এর মাধ্যমে ক্লাইন্ট কে কি কি সার্ভিস প্রদান করব এইটাই ফাইবার এর ভাষায় GIG বলা হয়।
ফ্রিল্যান্সিং কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো তে পড়তে হয় তা হল প্রেমেন্ট নিয়ে। এটি বাংলাদেশের জন্য একটু সমস্যা। বাংলাদেশ এ পেপাল বৈধ না। আমরা ফ্রিল্যান্সিং করে আয় করা ডলার সহজেই দেশে আনতে পারি না। সে ক্ষেত্রে আমাদের দুইটি মাধ্যমে নিয়ে আসতে হয় 1 পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে দ্বিতীয়তঃ ব্যাংকের মাধ্যমে এর জন্য আমাদের অনেক সময় প্রেমেন্ট দরকার হলেও সাথে সাথে নিতে পারি না কিছু বাধা থাকে।


No comments:
Post a Comment