30 July 2019

ফ্রিল্যান্সিং কি? কিভাবে করে?

ফ্রিল্যান্সিং কি? কিভাবে করে?

ফ্রিল্যান্সিং কি? কিভাবে করে?
ফ্রিল্যান্সিং শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত কিন্তু আসলেই কি আমরা জানি ফ্রিল্যান্সিং আসলে কি কিভাবে করে আর অনলাইন থেকে টাকা আসে কিভাবে এসব প্রশ্নের উত্তর আজ এই আর্টিকেলে পাবেন।

ফ্রিল্যান্সিং মানে সহজ ভাবে বলতে গেলে অনলাইন থেকে কিছু কাজ করে ইনকাম করার টা কে ফ্রিল্যান্সিং বলে।

ফ্রিল্যান্সিং কিভাবে করে?

অনলাইনে বিভিন্ন প্রকার কাজ পাওয়া যায় যেমন- একজন ব্যক্তির একটি লোগো প্রয়োজন তার কোম্পানির জন্য এক্ষেত্রে সে একজন গ্রাফিক্স ডিজাইনার কে তার ওই লোগো ডিজাইন করতে দিবে এখানে গ্রাফিক ডিজাইনার একজন ফ্রিল্যান্সার। এভাবে অনলাইনে হাজারো রকমের কাজ পাওয়া যায়। তবে স্কিল সম্পূর্ণ কিছু কাজ যা অনলাইন জগত যতদিন থাকবে এই কাজ ততদিন থাকবে আশা করা যায়। যেমন- ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। এ কাজগুলো অনলাইনে খুবই জনপ্রিয় এবং এর মধ্যে যেকোনো একটি স্কিল ডেভেলপ করে যে কেউ একজন সফল ফ্রিল্যান্সার হতে পারে। এখানে প্রশ্ন হতে পারে এসব কাজ কোথায় পাওয়া যাবে এর জন্য জনপ্রিয় কিছু মার্কেটপ্লেস রয়েছে যেমন upwork.com, fiverr.com, freelancer.com ect.
ফ্রিল্যান্সিং করে একজন স্টুডেন্ট সহজে সাকসেস হতে পারে। শুধু স্টুডেন্ট না যে কেউ চাইলেই যেকোনো একটি কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারে।
কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখবো?
একটা কথা না বললেই নয় টেকনোলজির এই যুগে আমরা অনেক সহজে ফ্রিল্যান্সিং শিখতে পারি। আপনি যে স্কিলটি শিখতে চান google.com গিয়ে সার্চ দেন আপনি যে বিষয় শিখতে চান না কেন গুগল আপনাকে তা শিখতে সাহায্য করবে। এছাড়া আপনি youtube.com থেকে শিখতে পারেন ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে।
ফ্রিল্যান্সিং করে আপনি ঘরে বসে নিজের একটি সাসটেইনেবল ক্যারিয়ার তৈরি করতে পারেন বেছে নিন আপনার ফোন যে কোন একটি স্কিল। আপনি যে বিষয়টি ভাল লাগে সেট এর উপর অনলাইন রিচার্জ করুন আপনি যেটা খুঁজবেন না কেন অনলাইনে আপনি পেয়ে যাবেন তো শুরু করুন আপনার লাইফে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
ফ্রিল্যান্সিং কি? কিভাবে করে?

4 comments:

  1. It's very important and Profitable information about Freelancing.Thanks to Admin Provided this Information.

    ReplyDelete
  2. But YouTube a ki sob Sikhs somvob

    ReplyDelete