31 July 2019

ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব?

ফ্রিল্যান্সিং কথাটি শুনলেই বোঝা যায় অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করা। তবে এখানে অনেকেই প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব। তো আজকের এই আর্টিকেলে এই বিষয়ে কথা বলব।
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব?

ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব?

আপনি পড়াশোনা শেষ করে সাথে সাথে কি চাকরি পান! আপনার অভিজ্ঞতা আপনার কাজের দক্ষতা আপনাকে ভালো একটি চাকরি প্রদান করবে, ঠিক তেমনই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার কাজের দক্ষতা যত বেশি আপনি ততো বেশি ইনকাম করতে পারবেন।

অনলাইন ক্যারিয়ার কাজের অনেক চাহিদা কিন্তু দক্ষ কর্মীর অভাব। নিজেকে আগে দক্ষ করে তুলুন তারপর ইনকামের কথা চিন্তা করুন। আপনি দক্ষ না হয় কোন একটি কাজ করতে গেলে সেখানে আপনার অনেক ভুল হবে। আপনার একটি ভুল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার পথ চলা শেষ করে দেবে। আমি বলব আপনি আগে নিজেকে দক্ষ করেন তারপরে ইনকামের কথা চিন্তা করবেন।

আপনি যদি অনলাইনে একদিন দুইদিন তিনদিন ইনকাম করতে চান তাহলে বলব অনলাইন জগত আপনার জন্য না। এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনার যোগ্যতা কে উচ্চ লেভেলে নিয়ে যেতে হবে। এখানে আপনার সময় দিতে হবে। একটি কথা আপনি যে বিষয়ে সময় দিবেন সফলতা আপনার আসবেই। আর শর্টকাট কথা চিন্তা করলে আপনি কোন দিন সফলতা পাবেন না।

আবার কেউ আপনাকে বলে দিতে পারবে না যে আপনি ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করতে পারবেন।  একজন গ্রাফিক্স ডিজাইনার মাসে 500 600 ডলার ইনকাম করছে। অপরদিকে আর একজন গ্রাফিক্স ডিজাইনার 5000-6000 ডলার ইনকাম করছে। দুজনেই গ্রাফিক্স রিলেটেড সেবা প্রদান করছে। এখানে দুইজনে দক্ষ তবে এত কম বেশি ইনকাম কেন এটা তার কাজের উপর নির্ভর করবে। এখানে সে কিভাবে বায়ার দের সাথে কথা বলে সে কিভাবে প্রজেক্টগুলো ডিল করে এগুলোর উপর নির্ভর করে একজন ফ্রিল্যান্সার ইনকাম করে।

অনেকেই ভাবেন ফ্রিল্যান্সিং করে সর্টকাটে বেশি টাকা ইনকাম করা যায়। তাদেরকে বলব আপনি যদি শর্টকাট কোন উপায় কাজ করতে চান তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। আর আপনি যখন শর্টকাট উপায় খুঁজতে থাকবেন তখন আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বড় ক্ষতি করে ফেলবেন।

সবশেষে এতোটুকুই বলবো নিজের দক্ষতা বৃদ্ধি করুন কাজের কোয়ালিটি ভালো করুন আপনি সফল হবেন একদিন।
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়

3 comments:

  1. It is Right Information About Earn Money On Online. We Must be Need a High Skills On Online Marketing then We Can Earn lot Of Money Also Build high Skills.
    Thanks to Admin.

    ReplyDelete
  2. Kaj korbo but kmne bujtechi na
    R YouTube a sob paoya jacche na

    ReplyDelete
    Replies
    1. কোন বিষয়ে কাজ করবেন আগে সেইটা ঠিক করতে হবে এবং ওই বিষয়ে youtube এ অনুসন্ধান করতে হবে। ধন্যবাদ

      Delete